Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলং বন বাংলো


Kibria Ansary   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:০৩ এএম

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলং বন বাংলো

পুবের কলম, ওয়েবডেস্ক: রেল দূর্ঘটনার মর্মান্তিক ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যেই ফের খারাপ খবর উত্তরবঙ্গে। মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল জলদাপাড়ায় অবস্থিত হলং বন বাংলো। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

গত ১৬ জুন থেকে উত্তরবঙ্গের সব ক'টি জাতীয় উদ্যান ও জঙ্গলের ভিতরে থাকা বন বাংলোগুলিতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগুন লাগার সময়ে এই বাংলোতে কেউ ছিল কি না, তা জানা যায়নি। প্রাণহানির কোনও খবরও পাওয়া যায়নি। শর্ট সার্কিট থেকে এই আগুনের ঘটনা কি না তা খতিয়ে দেখছে বন দফতরের আধিকারিকরা। এই বিষয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের জেলা বনাধিকারিক প্রবীণ কাশোয়ান জানান, হলং বাংলোয় আগুন লাগার ঘটনা ঘটেছে। কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখতে হবে।

উল্লেখ্য, ডুয়ার্সের ঐতিহ্যবাহী এই বন বাংলোয় রাত্রি যাপন পর্যটকের অন্যতম আকর্ষণ ছিল। তার অন্যতম কারণ হলং বাংলো থেকে বন্যপ্রাণীদের সরাসরি চাক্ষুষ করা যেত। বন্য প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করতে এখানে নিশিযাপন করেছেন বাংলার স্বনামধন্য ব্যক্তিত্বরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রিয় স্থানগুলির মধ্যে একটি ছিল হলং।