Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

মহামেডানের লোগোকে ভারত সরকারের স্বীকৃতি দান


Kibria Ansary   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৩৮ এএম

মহামেডানের লোগোকে ভারত সরকারের স্বীকৃতি দান

পুবের কলম, ওয়েবডেস্ক: ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং ক্লাবের সাফল্যের মুকুটে যুক্ত হল নতুন পালক। বিশ্বের প্রতিটি ক্লাবেরই নিজস্ব একটা লোগো থাকে। আর সেই হিসেবে ১৩১ বছর ধরে নিজেদের ক্লাবের লোগোকে উজ্জ্বল রেখেছে মহামেডান স্পোর্টিং। সর্বভারতীয় ফুটবল সংস্থা কর্তৃক তাদের এই লোগো স্বীকৃত হয়েছে অনেক আগেই। এবার মহামেডান ক্লাবের সরকারি লোগোকে স্বীকৃতি দিল খোদ ভারত সরকার। মঙ্গলবার ক্লাব সভাপতি আমির উদ্দিন ববির হাতে কেন্দ্র সরকারের তরফ থেকে মহামেডান ক্লাবের লোগোর স্বীকৃতি স্বরূপ শংসাপত্র তুলে দেওয়া হয়। যার অর্থ, এবার থেকে ৩১ বছরের মহামেডান স্পোর্টিং ক্লাবের ঐতিহ্যশালী লোগোটি ভারত সরকারের স্বীকৃতি দানের মাধ্যমে সুরক্ষিত হয়ে গেল। মহামেডান স্পোর্টিং ক্লাবের পরবর্তী প্রজন্মের কাছে যা একটি সম্পদ হয়ে রইল । দীর্ঘদিন ধরেই সমর্থক, ক্লাব কর্তারা ক্লাবের লোগোকে সরকারি স্বীকৃতির আওতায় আনার চেষ্টা করছিলেন। অবশেষে তারা সেই উদ্দেশ্যে সফল। রেড রোডের ধারের ক্লাবটির দীর্ঘদিনের ঐতিহ্যশালী লোগোটি ভারত সরকার স্বীকৃতি দেওয়ায় ক্লাবের গরিমা আরও কয়েক গুণ বেড়ে গেল।

ক্লাব সভাপতি আমির উদ্দিন ববি জানিয়েছেন, 'এই সাফল্য আমরা উৎসর্গ করছি আমাদের সমর্থক, অফিস কর্মী, কার্যকরী কমিটির সমস্ত সদস্য এবং অবশ্যই আমাদের আইনি পরামর্শদাতাদের, যাদের অক্লান্ত চেষ্টায় আমাদের ক্লাব আরও সুরক্ষিত হল।' এই ঐতিহাসিক স্বীকৃতি আদায়ের মধ্যে দিয়ে ভারতীয় ফুটবলের ইতিহাসেও এক অনন্য নজির স্থাপন করলো মহামেডান স্পোর্টিং।