Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

'ঘৃণ্য মানসিকতার প্রমাণ-বিজেপি কৃষকবিরোধী', কঙ্গনার বিতর্কিত মন্তব্যের পাল্টা তোপ রাহুলের


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৩২ এএম

'ঘৃণ্য মানসিকতার প্রমাণ-বিজেপি কৃষকবিরোধী', কঙ্গনার বিতর্কিত মন্তব্যের পাল্টা তোপ রাহুলের

নয়াদিল্লি, ২৭ আগস্টঃ কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। দেশের অন্নদাতাদের ধর্ষক বলে আক্রমণ করায় পাল্টা এবার বিজেপিকে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘কৃষকদের যে প্রতিশ্রুতি মোদি সরকার দিয়েছিল, তা পূরণ না করে কৃষকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

কৃষক আন্দোলনে বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল বলে দাবি করেন মান্ডির বিজেপি সাংসদ এখানেই শেষ নয় কঙ্গনার আরও দাবিকৃষক আন্দোলনের সময় দেশে খুনধর্ষণের মতো ঘটনা বৃদ্ধি পেয়েছিল কঙ্গনার এই মন্তব্যে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে

এদিন বিজেপি সাংসদের মন্তব্যকে তোপ দেগে রাহুল বলেন,৩৭৮ দিন ধরে ম্যারাথন লড়াই চালিয়ে ৭০০ জন কৃষক আত্মবলিদান দিয়েছেন। আজ সেই কৃষকদের ধর্ষক, বিদেশি শক্তির চক্রান্তের অংশীদার বলা বিজেপির কৃষকবিরোধী নীতি ও তাঁদের ঘৃণ্য মানসিকতার প্রমাণ। এমন লজ্জাজনক কৃষক বিরোধী বার্তা পশ্চিম উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব-সহ পুরো দেশের কৃষকদের ঘর অপমান। এই ধরনের মন্তব্য কোনওভাবে মেনে নেওয়া যায় না।

প্রসঙ্গত, সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে বিজেপি সাংসদ কঙ্গনা বলেন, কৃষকদের আন্দোলনের সময় যা হয়েছে তা সবাই দেখেছে বিক্ষোভের নামে হিংসা ছড়িয়ে পড়েছিল দেশজুড়েলাগাতার ধর্ষণমানুষ খুন করে ফাঁসি  দেওয়া হচ্ছিল দেশজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল তবে আমাদের শীর্ষ নেতৃত্ব কড়া হাতে সেই আন্দোলন দমন করেন আমাদের শীর্ষ নেতৃত্ব দুর্বল হলে বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে ঘটতে পারত আর যখন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হলতখন গোটা দেশ অবাক হয়ে গিয়েছিল কৃষকরাও ভাবতে পারেননি যে সত্যিই এই আইন প্রত্যাহার করে নেওয়া হবে ওটা অনেক বড় পরিকল্পনা করা হয়েছিল ঠিক যেমনটা বাংলাদেশে ঘটেছে কিছু কৃষক তো আবার আইন প্রত্যাহারের পরেও আন্দোলন চালিয়ে গিয়েছিল এই গুলো সব আমেরিকার ষড়যন্ত্র ছিল এধরনের বিদেশি শক্তি এভাবেই ষড়যন্ত্র করতে থাকে

এদিকে, কঙ্গনার বিতর্কিত বক্তব্য নিয়ে এদিন বিজেপির কেন্দ্রীয় মিডিয়া বিভাগ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয় শুধু তাই নয়, এই বিতর্কে অভিনেত্রীকে কোণঠাসা করে তারা জানায়, মাণ্ডির সাংসদের মন্তব্যকে তারা সমর্থন করে না কৃষক আন্দোলন নিয়ে তারঁ মন্তব্য একান্তই ব্যক্তিগতএর সঙ্গে দলের কোনও যোগ নেই ভবিষ্যতে এমন কোনও বিবৃতি না দেওয়ার জন্য বিজেপি তাঁকে নির্দেশ দিয়েছে