Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

আসন সমঝোতা চূড়ান্ত, ভূস্বর্গের নির্বাচনে ৫১ আসন লড়বে এনসি, ৩২টি আসন ছাড়া হল কংগ্রেসকে


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০৭ এএম

আসন সমঝোতা চূড়ান্ত, ভূস্বর্গের নির্বাচনে ৫১ আসন লড়বে এনসি, ৩২টি আসন ছাড়া হল কংগ্রেসকে

শ্রীনগর, ২৬ আগস্টঃ জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে সব রাজনৈতিক দল। ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এদিকে ভূস্বর্গের নির্বাচনে গেরুয়া শিবিরকে আটকাতে জোট বাঁধছে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স (NC)। এবার জম্মু ও কাশ্মীর নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করল কংগ্রেস এবং ফারুক আব্দুল্লার ন্যাশনাল কনফারেন্স। সোমবার দুই দলের সিনিয়র নেতারা বলেছেন, প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে আলোচনা সফলভাবে শেষ হয়েছে। ন্যাশনাল কনফারেন্স (NC) ৫১টি আসনে লড়াই করবে। কংগ্রেস লড়বে ৩২টি আসনে। আর পাঁচটি আসনে 'বন্ধুত্বপূর্ণ সুশৃঙ্খল লড়াই' হবে। জম্মু ও কাশ্মীরের কংগ্রেস প্রধান তারিক হামিদ কারা জানিয়েছেন, 'বাকি দু'টি সিপিআইএম এবং প্যান্থার্স পার্টিকে ছেড়ে দেওয়া হবে।'

২০১৯ সালে বিশেষ মর্যাদা হারানো ও জম্মু ও কাশ্মীর দুভাগে বিভক্ত হওয়ার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হতে চলেছে ভূস্বর্গে উল্লেখ্য, ৯০ আসনের জম্মু ও কাশ্মীর বিধানসভায় কাশ্মীরে রয়েছে ৪৭টি আসন বাকি ৪৩টি আসন রয়েছে জম্মুতে। আগামী ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মোট ৩ দফায় নির্বাচন হবে এখানে। ৪ অক্টোবর হবে ভোট গণনা।