Sat, June 29, 2024

ই-পেপার দেখুন
logo

নেতানিয়াহুর সরকারকে উৎখাত করা উচিত, তীব্র সমালোচনায় ইসরাইলের বিরোধী নেতা লাপিদ


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৪, ০৩:২৪ পিএম

নেতানিয়াহুর সরকারকে উৎখাত করা উচিত, তীব্র সমালোচনায় ইসরাইলের বিরোধী নেতা লাপিদ

তেল আবিব, ১৮ জুন: বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে মন্তব্য করল ইসরাইলের বিরোধী নেতা ইয়ার লাপিদ। ইতিমধ্যে বিরোধী শক্তিগুলো একত্রিত হতে পারে বলেও জানিয়েছেন লাপিদ। সোমবার ইসরাইলের ১০৩এফএম রেডিও পরিচালিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার ছয় সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। অনুষ্ঠানে লাপিদ বলেন, ‘এই সরকারকে উৎখাত করা উচিত। যেহেতু গান্তজ অবশেষে সরকার ছেড়েছে, আমাদের কাছেও উপায় রয়েছে। বিরোধীরা একসঙ্গে কাজ করবে। সরকারকে পতনের জন্য আমরা অহংবোধ ছাড়াই ঐক্যবদ্ধ হব।’
চলতি মাসের ৯ তারিখে ইসরাইলের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীনমন্ত্রী বেনি গান্তজ ও গাদি আইজেনকোট পদত্যাগ করেন। নেতানিয়াহুর অতি ডানপন্থি জোটের অংশীদাররা নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের চাপ দিচ্ছেন; যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্রদের সঙ্গে সম্পর্ককে আরও নাজুক করে তুলতে পারে।