Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বাংলাদেশে আর নিষিদ্ধ নয় জামায়াতে ইসলামী, মঙ্গলবারই বড় সিদ্ধান্ত


Shamima Ahasana   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৩০ এএম

বাংলাদেশে আর নিষিদ্ধ নয় জামায়াতে ইসলামী, মঙ্গলবারই বড় সিদ্ধান্ত

পুবের কলম ওয়েব ডেস্ক: শেখ হাসিনা দেশত্যাগী হওয়ার পর যখন বিশৃঙ্খলা শুরু হয় বাংলাদেশজুড়ে তখন আইনশৃঙ্খলার উন্নতি, মন্দির পাহারা, নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বর্তমানে বন্যা দুর্গতদের পাশেও দাঁড়াচ্ছেন তারা। কিন্তু কোটাবিরোধী আন্দোলন চলাকালীন গত ১১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কে নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনার সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নির্দেশিকা জারি করে এই ঘোষণার কথা জানানো হয়। হাসিনার দেশ ত্যাগের পর সেনাপ্রধানের সঙ্গে বৈঠকেও অংশ নিয়েছিল জামায়াতে ইসলাম। এরপর গত ১২ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আনুষ্ঠানিক বৈঠক হয়। সেখানে দল  নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা আশ্বাস দেন এ বিষয়ের আইনগত দিক খুঁটিয়ে দেখা হবে। সোমবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, মঙ্গলবার জামায়াতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। মঙ্গলবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হবে। এদিন শিশির মনির বলেন জামায়াত আইনি পদক্ষেপ অনুযায়ী পথ চলতে চায়। তিনি জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী খুব দ্রুতই নিষেধাজ্ঞার আদেশ বাতিল করে নতুন গেজেট প্রকাশিত হবে।