Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

বাংলাদেশ বন্যায় মৃত বেড়ে ২৩, ক্ষতিগ্রস্ত ৫৫ লক্ষেরও অধিক


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪৭ এএম

বাংলাদেশ বন্যায় মৃত বেড়ে ২৩, ক্ষতিগ্রস্ত ৫৫ লক্ষেরও অধিক

পুবের কলম,ওয়েবডেস্ক:  বাংলাদেশে বন্যায় মৃত বেড়ে ২৩। এ ছাড়া ক্ষতিগ্রস্ত  ৫৫ লক্ষেরও বেশি মানুষ। রবিবার মৃত্যুর সংখ্যা ছিল ২০ আর ক্ষতিগ্রস্তের সংখ্যা ছিল ৫২ লক্ষ।  জানা গেছে,  সার্বিকভাবে ১১ জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। নতুন করে কোনো এলাকা প্লাবিত হচ্ছে না। আশঙ্কা'ও ক্ষীণ। তবে ভয়াবহ বন্যার কয়েকদিন পর বাংলাদেশের নিচু এলাকায় জল কিছুটা কমছে। তারপরও ঘরছাড়া রয়েছেন বহু মানুষ। এখনও পর্যন্ত প্রায় ৩ লক্ষ মানুষ জরুরি আশ্রয়কেন্দ্রে রয়েছেন।  

বন্যায় মৃত্যু বেড়ে ২৩, ক্ষতিগ্রস্ত ৫৫ লাখেরও বেশি মানুষ

এদিকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যাকবলিত জায়গায় দ্রুত সময়ে ত্রাণ ও উদ্ধারকার্য পরিচালনার জন্য জরুরি ভিত্তিতে ২০ কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যা দুর্গত মানুষদের পাশে থাকতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা।  উদ্ধার ও তাৎক্ষণিক ত্রাণকার্য পরিচালনার ব্যয়ভার মেটানোর জন্য ২০ কোটি টাকার বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।