Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

আল-আকসাকে রক্ষা  করা সকল মুসলিমের  পবিত্র দায়িত্ব: আল-হুথি


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫২ এএম

আল-আকসাকে রক্ষা  করা সকল মুসলিমের  পবিত্র দায়িত্ব: আল-হুথি

সানা, ২৪ আগস্ট: ইয়েমেনের ইসলামি প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর প্রধান নেতা আধুল মালিক বদর আল-দিন  আল-হুথি বলেছেন, ফিলিস্তিনি জনগণকে সমর্থন করতে ব্যর্থ হওয়ার বিপদ সম্পর্কে মুসলিম উম্মাহকে অবহিত করার দায়িত্ব রয়েছে ধর্মীয় পণ্ডিত এবং বুদ্ধিজীবীদের।

 এই দায়িত্বের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘গাজা ও পবিত্র আল-আকসা মসজিদকে রক্ষা করা সকল মুসলিমের জন্য একটি পবিত্র দায়িত্ব।’ তিনি আরও বলেন, ‘হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্তহত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। তবে যায়নবাদী ইসরাইলকে একটি কার্যকর ও বেদনাদায়ক জবাব দিতে গিয়ে একটু দেরি হচ্ছে।’

আনসারুল্লাহ নেতা আবদুল-মালিক আল-হুথি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ‘ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ নিঃসন্দেহে একটি প্রতিশোধমূলক অভিযান চালাবে যা ইসরাইলের জন্য হবে বেদনাদায়ক ও কার্যকর। তবে সে অভিযান বাস্তবায়নে সতর্কতা অবলম্বন করতে গিয়েই মূলত প্রতিশোধ নেওয়ার কাজে দেরি হচ্ছে।’  

আনসারুল্লাহ নেতা বলেন, ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় গত ৩১ জুলাইর পর থেকে ইসরাইলি বসতি  স্থাপনকারীরা তীব্র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের অন্যত্র ইসরাইল বিরোধী অভিযান চলছে বলে  জানান আধুল-মালেক আল-হুথি। 

তিনি বলেন, দক্ষিণ লেবাননে ইসরাইল বিরোধী অভিযান পূর্ণ মাত্রায় চলছে এবং ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক  হামলার সময় হিজবুল্লাহর পক্ষ থেকেও কঠোর পদক্ষেপের ভয়ে রয়েছে ইসরাইল। আনসারুল্লাহ নেতা ইয়েমেনের জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে আরও বলেন, ‘নিঃসন্দেহে প্রতিশোধমূলক হামলা চালানো হবে।’ চলতি সপ্তাহে লোহিত সাগরে ইসরাইল বিরোধী অভিযানে ২১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও জানান আল-হুথি।