Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

বারুইপুরে অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরি শিকার মহিলা চিকিৎসক,  গ্রেফতার চালক


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪৭ এএম

বারুইপুরে অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরি শিকার মহিলা চিকিৎসক,  গ্রেফতার চালক

 উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বাংলা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলার বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আবারো শহরতলী এলাকায় মহিলা চিকিৎসককে হুমকি এবং অশ্লীল ভাষায় গালাগালি করার অভিযোগ উঠলো এক অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে।

এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দ: ২৪ পরগনার বারুইপুর এলাকায়।বারুইপুর মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরি। মহিলা চিকিৎসককে হুমকি,অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ। ঘটনায় হাসপাতাল সুপার ও স্বাস্থ্য দপ্তরের লিখিত অভিযোগ দায়ের মহিলা চিকিৎসকের। খবর পেয়ে ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে স্বাস্থ্য দফতর ও পুলিশ সূত্রে।

বারুইপুর মহকুমা হাসপাতালের আয়ুর্বেদিক ডাক্তার শবরী সেনগুপ্ত। তার অভিযোগ আয়ুর্বেদিক ডিপার্টমেন্টের সামনেই অ্যাম্বুলেন্স পার্কিং করা হয়। এর ফলে চিকিৎসক, চিকিৎসা কর্মী এবং রোগীদেরও যাতায়াতের সমস্যার মধ্যে পড়তে হয়। বিষয়টি নিয়ে এর আগেও তিনি স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন। সেই সময় দিন ১৫ রজন্য বিষয়টির সমস্যার সমাধান হলেও ফের নতুন করে এই সমস্যা দেখা দেয়।

ফের তিনি বাধা দিলে বৃহস্পতিবার  অ্যাম্বুলেন্স চালকরা তাকে হুমকি দেয় বলে অভিযোগ। এইসবের জেরে আতঙ্কিত ওই মহিলা চিকিৎসক। বিষয়টি সাথে সাথেই তিনি হাসপাতালের সুপার ও স্বাস্থ্য দপ্তরে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বারুইপুর থানার পুলিশও। মহিলা চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।আর অভিযোগের পরে তদন্তে নেমে বারুইপুর থানার পুলিশ ওদিন রাতেই এক অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করে।