Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

নেপালে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১, ক্ষতিপূরণ ঘোষণা মোদির


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:১২ পিএম

নেপালে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১, ক্ষতিপূরণ ঘোষণা মোদির

পুবের কলম, ওয়েবডেস্ক: নেপালের তানাহুন জেলায় বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১, জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের মাথাপিছু ৫০ হাজার টাকা করে ঘোষণা করা হয়েছে। শুক্রবার নেপালের বাসটি হাইওয়ে দিয়ে যাওয়ার সময় এই সড়ক দুর্ঘটনা ঘটে। বাসটি পোখরা কাটমাণ্ডু যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০ ফুট উঁচু থেকে নদীতে পড়ে যায়। যাত্রীরা বেশিরভাগই ছিলেন মহারাষ্ট্রের জালগাওঁ জেলার। আহতদের উদ্ধার করে বিমানে করে কাঠমাণ্ডুর ত্রিভূবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্ত্রী মহাজন সাংবাদিক জানিয়েছেন, ৪১ জন মানুষের মৃত্যু হয়েছে। খুব মর্মান্তিক ঘটনা। আমরা সব সময় দিল্লির দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছি। নেপাল সেনা ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।