Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

বিকট শব্দ, উদ্বোধনের আগে ভেঙে পড়ল ১২ কোটি ব্যয়ে নির্মিত বিহারের আরারিয়া সেতু


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:০০ এএম

বিকট শব্দ, উদ্বোধনের আগে ভেঙে পড়ল ১২ কোটি ব্যয়ে নির্মিত বিহারের আরারিয়া সেতু
 

পুবের কলম, ওয়েবডেস্ক: হঠাৎ বিকট শব্দ, তার পরেই হুড়মুড়িয়ে ভেঙে আস্ত একটি সেতু। প্রথম একাংশ ভাঙে, তার পরে পুরোটা ভেঙে নদীতে পড়ে। নদীর পাড়ে দাঁড়িয়েছিল বেশ কয়েকজন কিশোর, তারা সেতু ভেঙে পুরো ঘটনার ছবি তুলে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।  বিহারের ঘটনা। আরারিয়া সেতু উদ্বোধনের কথা ছিল, তার আগেই এই মারাত্মক ঘটনা ঘটে গেল। ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল এই সেতু। পুরোটাই ভেঙে নদীতে পরে, খালি ব্রিজের মধ্যবর্তী স্তম্ভটি অক্ষত আছে। কোনও হতা-হতের খবর নেই।   

নির্মাণাধীন সেতু ভেঙে পড়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগে ভাগলপুর সেতু ধসে পড়েছিল। সেই সময় এই সেতু তৈরিতে দুর্নীতির অভিযোগ উঠেছিল।

ভাগলপুর এবং খাগরিয়াকে সংযুক্ত করার জন্য নির্মাণাধীন সেতুটি একবার নয় দুবার ভেঙে পড়েছিল। সেতুটি প্রথমে ২০২৩-এর ৩০ এপ্রিল, পরে ওই বছরের ৪ জুন ভেঙে পড়ে। সেই সময়  এই ঘটনাটি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সাংবাদিক বৈঠকে সেতু নির্মাণে দুর্নীতির কথা স্বীকার করেন।