Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

নিম্নচাপের জেরে আরও বাড়বে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া-মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০৪ এএম

নিম্নচাপের জেরে আরও বাড়বে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া-মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা


পুবের কলম, ওয়েবডেস্ক: বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে চলছে টানা বৃষ্টি। কখনও একনাগাড়ে আবার কখনও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ গোমড়া সহ ছিল অস্বস্তিদায়ক গরম। একটু বেলা গড়াতেই কালো মেঘে ছেয়ে যায় গোটা আকাশ, সেই সঙ্গে ঝমঝমিয়ে নামে বৃষ্টি। কলকাতার একাধিক রাস্তায় হাঁটু সমান জল। বারাসতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলা মৃত্যু হয়েছে। আজ সারাদিনই বৃষ্টির পূর্বাভাস দিয়ে হাওয়া অফিস।দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে।  ফের টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। নিম্নচাপের প্রভাবে বাংলায় বৃষ্টি আরও বাড়বে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর আগে পাঁচদিন ধরে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বাংলাদেশ। নিম্নচাপের জেরে ত্রিপুরা, বাংলাদেশেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আর এবার বাংলা হয়ে ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরে যাবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট বলছে, মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার ওপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তর বঙ্গোপসাগরের কাল নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দ্বিতীয় ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খন্ড এবং উত্তর প্রদেশে। এর প্রভাবে  শনি ও রবিবার পশ্চিমবঙ্গ ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

যারা সমুদ্রের ভেতরে রয়েছেন উত্তর বঙ্গোপসাগরে, তাদের আজ বিকেলের মধ্যে ফিরে আসতে নির্দেশ আবহাওয়া দফতরের। নিম্নচাপের জেরে উত্তাল হতে পারে সমুদ্র। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।