Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল ভারতীয় বাস, নিহত ১৪ জন যাত্রী


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:১০ পিএম

নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল ভারতীয় বাস, নিহত ১৪ জন যাত্রী

কাঠমান্ডু, ২৩ আগস্টঃ নেপালে বাস উল্টে নিহত হলেন ১৪ যাত্রী। ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পোখরা থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে নেপালের কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নেপালের তানাহুন জেলায় মার্সিয়াংদি নদীতে পড়ে ভারতীয় বাসটি। ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ। ডিএসপি দীপকুমার রায়া বলেন, 'ইউপি এফটি ৭৬২৩ নম্বর প্লেটের বাসটি নদীতে গিয়ে পড়ে। বাসটি পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল।'

 

এদিকে উত্তরপ্রদেশের ত্রাণ কমিশনার জানিয়েছেন, ওই দুর্ঘটনায় রাজ্যের কেউ রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে নিয়ন্ত্রণ হারিয়ে নেপালের ত্রিশুলি নদীতে পড়ে দুটি যাত্রী বোঝায় বাস। তাতে ৬৫ জন যাত্রী নদীতে ভেসে যায়। বর্ষা শুরু হওয়ার পর থেকে নেপালে জুলাই পর্যন্ত বাস দুর্ঘটনার কমপক্ষে ৬২ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে।