Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

হাওড়ার বাজারে অভিযান টাস্ক ফোর্সের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:১৭ এএম

হাওড়ার বাজারে অভিযান টাস্ক ফোর্সের

আইভি আদক, হাওড়া:  মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এর আগে কলকাতার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে নবান্নের তৈরি টাস্ক ফোর্স। এবার তাঁরা হাওড়ার বাজারেও অভিযানে নামলেন। শুক্রবার সকালে হাওড়ায় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দাম কমানোর পরামর্শ দিলেন তাঁরা। কাজ না হলে কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়। এই অভিযানের পর হাওড়ার বাজারেও সবজির দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন টাস্ক ফোর্সের সদস্যরা৷

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে কলকাতার পর এদিন হাওড়ার বাজারেও অভিযানে নামেন নবান্নের তৈরি টাস্ক ফোর্স। শুক্রবার সকালে মধ্য হাওড়ার কালীবাবুর বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্সের দল। সঙ্গে ছিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও হাওড়া থানার পুলিশ। এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন টাস্ক ফোর্স কর্তা রবীন্দ্রনাথ কোলে।

তিনি এদিন কালীবাবুর বাজারে ঢুকে খুচরো বিক্রেতাদের কাছ থেকে আলু, পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন সবজির দাম জানতে চান। বিশেষ করে আলুর দামে কেন এতো ফারাক বিভিন্ন ব্যবসায়ীর কাছে তাও জানার চেষ্টা করেন তিনি। বিশেষভাবে জোর দেন আলুর দামের উপর। তিনি বিক্রেতাদের বেশি লাভ না রাখারও নির্দেশ দেন।