Sat, June 29, 2024

ই-পেপার দেখুন
logo

বাজার খুলতেই জোয়ার শেয়ারে, রেকর্ড গড়েছে নিফটি৫০, সেনসেক্স


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৪, ০৯:২৬ এএম

বাজার খুলতেই জোয়ার শেয়ারে, রেকর্ড গড়েছে নিফটি৫০, সেনসেক্স

পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার বন্ধ ছিল বাজার। মঙ্গলবার বাজার খুলতেই জোয়ার এসেছে শেয়ারে। একেবারে রেকর্ড গড়েছে নিফটি৫০  ও সেনসেক্স। একলাফে সেনসেক্স বাড়ল ৩০০ পয়েন্টেরও বেশি। অন্যদিকে নিফটি পেরিয়ে গেল ২৩ হাজার ৫০০। অনুমান ছিলই, সেই মতোই  সেনসেক্স বাড়ল ৩৩৪.০৩ পয়েন্ট। অন্যদিকে এনএসই নিফটি৫০ ১০৮.২৫পয়েন্ট বেড়ে হল ৭৭ হাজার ৩২৬.৮০। দুটিই সাম্প্রতিক কালের হিসেবে নজির।

সেনসেক্স সংস্থাগুলির মধ্যে টেক মাহিন্দ্রা, ইনফোসিস, ভারতী এয়ারটেল, হিন্দুস্তান ইউনিলিভার, উইপ্রো, টাইটান, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা সবচেয়ে বেশি লাভ করেছে। তবে মারুতি, কোটাক মাহিন্দা ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের স্টক লসে  রান করেছে।  শুধু তাই নয়, এদিন এনার্জি স্টক বেড়েছে ০.৫ শতাংশ। এর মধ্যে শীর্ষে ওনজিসি। তাদের লাভ ১.২ শতাংশ।  উইপ্রোর স্টক একলাফে ৩ শতাংশ বেড়েছে। সরকার ১৫ জুন থেকে অপরিশোধিত জ্বালানির উপর থেকে কর ম্যাট্রিক টন পিছু ৫ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৩ হাজার ২৫০ টাকা করার পরই এই উন্নতি দেখা গিয়েছে।