Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

পাথরপ্রতিমায়  ট্রলার থেকে নদীতে পড়ে যাওয়া মৎস্যজীবীকে উদ্ধার প্রশাসনের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৫ এএম

পাথরপ্রতিমায়  ট্রলার থেকে নদীতে পড়ে যাওয়া মৎস্যজীবীকে উদ্ধার প্রশাসনের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : শুক্রবার সকালে ট্রলার থেকে পড়ে যাওয়া এক  মৎস্যজীবীকে উত্তাল নদী থেকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করলো প্রশাসন।আর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের পাথরপ্রতিমার রামগঙ্গা সংলগ্ন বকচোরা নদীতে।প্রাকৃতিক দুর্যোধনের কারণে প্রচুর মৎস্যজীবীর ট্রলার রামগঙ্গা নদীতে নোঙ্গর করেছে, হঠাৎ করে হরি মজুমদার নামে এক মৎস্যজীবী এফ বি সত্যনারায়ণ নামক ট্রলার থেকে নদীতে পড়ে যায়।

চতুর্দিকে চিৎকার চেঁচামেচি পড়ে যায় ঠিক তখনই পাথর প্রতিমা থানার ওসি প্রসেনজিৎ জানা, কনস্টেবল অনুরুদ্ধ মাইতি এবং সিভিক ভলেন্টিয়ার সমীর চাউলিয়া পাথরপ্রতিমা ঘাটে ডিউটিতে ছিল।আর এই ঘটনা ঘটার পরেই জীবনের ঝুঁকি নিয়ে সিভিক ভলেন্টিয়ার সমীর চাউলিয়া ও স্থানীয় যুবক মানস মাইতি নদীতে ঝাঁপিয়ে পড়ে।

ওসি প্রসেনজিৎ জানা এবং কনস্টেবল অনুরুদ্ধ মাইতি পুলিশের নৌকা নিয়ে তাকে তোলার চেষ্টা চালায় । শেষ পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় যুবকের চেষ্টায় নদী থেকে  হরিকে উপরে তুলে নিয়ে আসা হয় । তারপর তাকে নিয়ে যাওয়া হয় মাধবনগর গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন।