Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

কন্যা সানার সঙ্গে মোমবাতি জ্বালিয়ে পথে নামলেন সৌরভ


Shamima Ahasana   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৩০ এএম

কন্যা সানার সঙ্গে মোমবাতি জ্বালিয়ে পথে নামলেন সৌরভ

পুবের কলম ওয়েবডেস্ক: শেষ পর্যন্ত আর জি করের মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের প্রতিবাদে পথে নামলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর জি কর ইস্যুতে প্রথমবার মুখ খুলে বিতর্কে পড়েছিলেন সৌরভ। তার মন্তব্যের সমালোচনা হয়েছিল চতুর্দিকে। যদিও প্রিন্স অব ক্যালকাটা পরে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছিলেন, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আর জি করের মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের বিচারের দাবি জানিয়ে গোটা রাজ্য, দেশ এবং বিদেশেও যখন আন্দোলন চলছে, তখন আর চুপ করে থাকতে পারেননি বাংলার মহারাজ। শেষ পর্যন্ত প্রতিবাদ জানালেন তিনি। তবে একটু অন্যভাবে। 

আর জি কর ইস্যুতে বুধবার ময়দানে অবস্থান বিক্ষোভ ও পদযাত্রায় অংশ নিয়েছিলেন প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদরা। সেখানে থাকার কথা থাকলেও পুলিশের অনুমতি না পাওয়ায় ক্রীড়াবিদদের সঙ্গে উপস্থিত থাকতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। রাতে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষা মঞ্জরীর ছাত্রছাত্রীরা বেহালায় পথে নেমেছিলেন কালো পোশাকে। সেখানেও থাকার কথা ছিল সৌরভের। কিন্তু পুলিশ তাকে অনুমতি না দেওয়ায় সেই পদযাত্রাতেও অংশ নিতে পারেননি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন। সেই পদযাত্রায় ছিলেন তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানা। বৃষ্টি ভিজেও তারা সেই পদযাত্রা করেছেন। মোমবাতি হাতে এই পদযাত্রায় সৌরভ থাকতে না পারলেও পদযাত্রা শেষে কন্যা সানার সঙ্গে মোমবাতি জ্বালিয়ে অবশেষে তিলোত্তমার পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি।