Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

আগামীকাল থেকে আরজি করে নিরাপত্তায় আধা সেনা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৬ এএম

আগামীকাল থেকে আরজি করে নিরাপত্তায় আধা সেনা
ছবি-সন্দীপ সাহা

পুবের কলম, ওয়েবডেস্ক: কাল থেকে আরজি করে নিরাপত্তায় আধা সামরিক বাহিনী। আপাতত দুই কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।

আরজি করের নিরাপত্তা নিয়ে ১৪ অগাস্ট প্রশ্ন উঠেছিল। সেই দিন ‘রাত দখল’ আন্দোলনের সময় এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে আরজি করে ভাঙচুরের অভিযোগ ওঠে। তদন্তে নেমে পুলিশ গ্রেফতারও করে বেশ কয়েকজনকে।। কিন্তু সেই ঘটানা নিয়ে অভিযোগ উঠেছিল দুষ্কৃতীরা প্রমাণ লোপাটের উদ্দেশেই এই ভাঙচুর চালিয়েছিল। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালের দায়িত্ব নিতে চলেছে আধা সামরিক বাহিনী। 

বুধবার সকালে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আরজি করে আসে সিআইএসএফ। সকাল ৯ টা নাগাদ সিআইএসএফের ডিআইজি আরজি কর হাসপাতাল পরির্দশনে আসেন। জরুরি বিভাগে রয়েছে পুলিশ ফাঁড়ি। সেই ফাঁড়িতে ১০-১২ জন পুলিশ থাকেন। প্রশ্ন উঠছে তারা কি হাসপাতালেই থাকবেন? নাকি তাদের চলে যেতে হবে। হাসপাতালের কিছু সমস্যা হলে তারাই ডিল করেন। তাদের কী হবে। এসব বিষয় টালা থানার সঙ্গে কথা বলে ঠিক হবে।