Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

রাশিয়ার উপকূলে  ভয়াবহ ভূমিকম্প, জাগল আগ্নেয়গিরি


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:১৭ পিএম

রাশিয়ার উপকূলে  ভয়াবহ ভূমিকম্প, জাগল আগ্নেয়গিরি

মস্কো, ২১ আগস্ট:  কাঁপছে বাড়ি-ঘর, দুলছে মাটি। রবিবার রিখটার স্কেলে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয় রাশিয়ায়। রাশিয়ার কামচটকা উপকূলে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। পরপর অনেকগুলি আফটারশকও অনুভূত হয়। একইসঙ্গে দেশটির শিভেলুচ আগ্নেয়গিরি থেকে ভয়ঙ্কর অগ্নুৎপাত শুরু হয়। ভূমিকম্পের দু’দিন কেটে গেলেও এখনও বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন ওই অঞ্চলের বাসিন্দারা।

আঞ্চলিক ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার পর হওয়া এই ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের ৫১ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার প্রথমে একটি সুনামি সতর্কতা জারি করেছিল, কিন্তু পরে ওই সতর্কতা তুলে নেওয়া হয়। রাশিয়ার জরুরি মন্ত্রক জানায়, ভূমিকম্পের পর আফটারশকগুলি ছিল ৩ দশমিক ৯ ও ৫ দশমিক শূন্য মাত্রার। তবে প্রাথমিক ভূমিকম্পের মাত্রা ৭ হওয়ায়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যেই দমকল ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। প্রসঙ্গত, রাশিয়ার এই উপকূলবর্তী এলাকাটি প্রশান্ত মহাসাগরের  সক্রিয় সিসমিক বেল্টের ওপর অবস্থিত, যা ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত। এই অঞ্চলে প্রায় ২৪টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ভূমিকম্পের পর রুশ আগ্নেয়গিরি শিভেলুচের পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ১০ কিলোমিটার দূর থেকে আগ্নেয়গিরির ধোঁয়া ও ছাই দেখা যাচ্ছে।