Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আরজি করে এল সিআইএসএফ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৪০ এএম

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আরজি করে এল সিআইএসএফ
ছবি- সন্দীপ সাহা

পুবের কলম, ওয়েবডেস্ক:  সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আরজি করে এসে পৌঁছল সিআইএসএফ। নিরাপত্তার দায়িত্ব নেবে তারা। সকাল ৯ টা নাগাদ সিআইএসএফের ডিআইজি কুমার প্রতাপ সিং আরজি কর হাসপাতাল পরির্দশনে আসেন। সমস্ত কিছু খতিয়ে দেখে নিরাপত্তা দায়িত্ব নেবে তারা। জরুরি বিভাগে রয়েছে পুলিশ ফাঁড়ি। সেই ফাঁড়িতে ১০-১২ জন পুলিশ থাকেন। প্রশ্ন উঠছে তারা কি হাসপাতালেই থাকবেন? নাকি তাদের চলে যেতে হবে। হাসপাতালের কিছু সমস্যা হলে তারাই ডিল করেন। তাদের কী হবে। এসব বিষয় টালা থানার সঙ্গে কথা বলে ঠিক হবে।

ডিআইজি কুমার প্রতাপ সিং হাসপাতালে পৌঁছেই কলকাতা পুলিশের কমব্যাট ফোপ্সের ডিসি কানোয়ার ভূষণের সঙ্গে কথা বলেন তিনি৷ এর পর স্বাস্থ্য দফতরের আধিকারিক দ্বৈপায়ন ঘোষের সঙ্গেও আলোচনা করেন সিআইএসএফ কর্তা৷