Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

আরজি কর-কাণ্ডঃ আজ শহরজুড়ে কোথায় কোথায় প্রতিবাদ?


Kibria Ansary   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৪৯ পিএম

আরজি কর-কাণ্ডঃ আজ শহরজুড়ে কোথায় কোথায় প্রতিবাদ?

পুবের কলম প্রতিবেদকঃ আরজি কর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় নিয়মিত ছোট বড় নানা প্রতিবাদ, জমায়েত হচ্ছে শহরজুড়ে। ২১ আগস্টও তার ব্যতিক্রম নয়। কলকাতার নানা প্রান্তেই রয়েছে প্রতিবাদ।

        সকাল ১১ টায় স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে। সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত প্রতিবাদী মিছিল  হয়।

        কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের মেইন গেটে বেলা ১২ টা থেকে জমায়েত হয় বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মচারী এবং প্রাক্তনীরা।

        প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে নারী এবং রূপান্তরকামীদের ডাকে মিছিল বেরোবে বিকেল সাড়ে ৪ টে তে।

        বিকেল ৩.৩০ মিনিটে ছাত্রছাত্রী বিচার যাত্রার আয়োজন রয়েছে। কল্যাণগড় বাজার থেকে কচুয়া মোড় পর্যন্ত মিছিল যাবে।

        জিএসটি ভবন থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত বুধবার সন্ধে ৬.৩০ মিনিটে রয়েছে 'সলিডারিটি মার্চ'

        টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে বাচিক শিল্পী, শব্দযন্ত্রী, ভয়েস ওভার শিল্পীদের জমায়েত রয়েছে সন্ধে ৬ টা থেকে ৮ টার মধ্যে।

        শাস্ত্রীয় সংগীত এবং নৃত্যের সঙ্গে জড়িত শিল্পীদের প্রতিবাদ মিছিল রয়েছে সন্ধে ৭ টায়। নন্দন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাবে প্রতিবাদী মিছিল।

        এছাড়া বুধবার রাত ৮ টায় মহামায়াতলা থেকে গড়িয়া পর্যন্ত মশাল মিছিলের ডাক দিয়েছে নাগরিক সমাজ।