Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

সাড়াশি চাপ! তলব লালবাজারেও, মোট ৬২ ঘণ্টা জেরার পর আজ ফের সিজিওতে সন্দীপ ঘোষ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৯ এএম

সাড়াশি চাপ!  তলব লালবাজারেও, মোট ৬২ ঘণ্টা জেরার পর আজ ফের সিজিওতে সন্দীপ ঘোষ

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের সিজিও কমপ্লেক্সে হাজিরায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টানা শুক্রবার থেকে জেরা চলছে। আজ সকাল ৯.১৫ নাগাদ সিবিআই দফতরে পৌঁছ যা সন্দীপ ঘোষ। ইতিমধ্যেই গত ৫ দিনে মোট ৬২ ঘণ্টা জেরা করা হয়েছে তাকে। এই নিয়ে টানা ৬দিনে পড়ল জেরা পর্ব। আজই তাঁকে লালবাজারে তলব করা হয়েছিল। প্রতিদিনই দীর্ঘক্ষণ জেরা করা হচ্ছে। বেশ রাত পর্যন্ত এই জেরা পর্ব চলছে। একদিকে সিজিও অপরদিকে লালবাজার একদম সাঁড়াশি চাপে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাজ্য স্বরাষ্ট্র দফতার। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। আগেই তার বিরুদ্ধে অভিযোগ ছিল। স্বাস্থ্যখাতে কোটি কোটি টাকা নয়ছয়। ঘুষ নিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। যাদের টেন্ডার পাওয়ার য়োগ্যতা নেই তাদের টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

এদিকে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও অভিযোগ মৃত ছাত্রীর একাধিকবার পরিচয় প্রকাশ করেছেন সন্দীপ ঘোষ। এনিয়ে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এনিয়ে তাঁকে লালবাজারে তলব করা হয়েছে।

সূত্রের খবর, ২০২৩ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তৎকালীন হাসপাতালের ডেপুটি সুপারিটেনডেন্ট আখতার আলির একগুচ্ছ অভিযোগ এসেছে তদন্তকারিদের নজরে। স্বাস্থ্য দফতর ছাড়াও স্টেট ভিজিলেন্স কমিশনেও অভিযোগ জানিয়েছিলেন আলি।