Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

দলিত ও আদিবাসীদের ডাকা ভারত বনধে ব্যাপক প্রভাব, বিহারে আটকে ট্রেন-বন্ধ একাধিক জাতীয় সড়ক


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৪৯ এএম

দলিত ও আদিবাসীদের ডাকা ভারত বনধে ব্যাপক প্রভাব, বিহারে আটকে ট্রেন-বন্ধ একাধিক জাতীয় সড়ক

পুবের কলম, ওয়েবডেস্কঃ দলিত আদিবাসী সংগঠনের ডাকা ভারত বনধে ব্যাপক প্রভাব পড়ল বিহারেসংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতায় বুধবার ভারত বনধের ডাক দিয়েছিল ন্যাশনাল কনফেডারেশন অফ দলিত অ্যান্ড আদিবাসী সংগঠন (NACDAOR)। ১৪ ঘণ্টার এই বনধে বিহারেদ্বারভাঙা ও আরাতে ট্রেন আটকে দিলেন আন্দোলনকারীরা। জাহানাবাদ, সহরসা ও পূর্ণিয়া জেলায় একাধিক জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ দেশের একাধিক রাজ্যে ব্যাপক প্রভাব পড়েছে। ভারত বনধ নিয়ে কোনও রাজ্য সরকারই নির্দেশিকা জারি না করলেও, পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, হাসপাতাল, অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবা চালু থাকবে। এদিকে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, চন্দ্রশেখর আজাদের ভীম সেনা সহ একাধিক দল এই বনধকে সমর্থনও জানিয়েছে।

সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলার রায়ে জানানো হয়, তফসিলি জাতি এবং জনজাতি সমাজের মধ্যে যারা আর্থিকভাবে স্বচ্ছল তাদের সংরক্ষণ বাতিল করে দেওয়ার কথা জানানো হয়। তফসিলি জাতি এবং জনজাতি সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশকে বাড়তি সুবিধা দেওয়ার কথা জানায় দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্ত প্রত্যাহারের পাশাপাশি একাধিক দাবিতে আন্দোলনের ডাক দেয় এনএসিডিএওআর। সংগঠনটির অভিযোগ, পিছিয়ে পড়া শ্রেণির মধ্যেও এই শ্রেণিবিভাজন জনজাতি-উপজাতিদের সাংবিধানিক অধিকার খর্ব করছে। সরকার যেন সুপ্রিম কোর্টের এই রায় গ্রহণ না করে। জনজাতি, উপজাতি ও ওবিসিদের সংরক্ষণের জন্য সংসদে নতুন আইন আনার দাবি তুলেছে এনএসিডিএওআর।