Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

মাঙ্কিপক্সের ভ্যাকসিন তৈরি করছে সিরাম


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:২৩ এএম

মাঙ্কিপক্সের ভ্যাকসিন তৈরি করছে সিরাম

নয়াদিল্লি, ২০ আগস্ট:

 

মাঙ্কিপক্স নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। ইতিমধ্যেই এই ভাইরাসঘটিত রোগকে 'পাবলিক হেলথ এমারজেন্সি' ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই আবহে এবার মাঙ্কিপক্সের ভ্যাকসিন তৈরির জন্য কাজ শুরু করল সিরাম ইনস্টিটিউট। এক বছরের মধ্যে ইতিবাচক ফলাফল মিলবে বলে আশা প্রকাশ করেছেন সংস্থার বিশেষজ্ঞরা। মঙ্গলবার সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা এক বিবৃতিতে বলেছেন, "মাঙ্কিপক্স প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। এই রোগটি লক্ষ লক্ষ জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বর্তমানে এই রোগের জন্য একটি ভ্যাকসিন তৈরির জন্য কাজ করছে।"

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা শনিবার মাঙ্কিপক্স মোকাবিলায় ভারতের প্রস্তুতি নিয়ে একটি বৈঠক সারেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রকের একাধিক আধিকারিক। দেশে যাতে কোনওভাবেই এই রোগ ছড়িয়ে না পড়ে, তার জন্য আগাম বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন জেপি নাড্ডা। বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থার কথা উল্লেখ করেছেন তিনি। তালিকায় রয়েছে স্যানিটাইজ়েশন, প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, বিমানবন্দর, বন্দর, গ্রাউন্ড ক্রসিংয়ে স্ক্রিনিংয়ের ব্যবস্থা। এ ছাড়াও দেশে ৩২টি ল্যাবরেটরিতে স্বাস্থ্য পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।