Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

মহামেডান অতীত, মঙ্গলবার ইস্টবেঙ্গলে সই করলেন ডেভিড


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০১ এএম

মহামেডান অতীত, মঙ্গলবার ইস্টবেঙ্গলে সই করলেন ডেভিড

 

 

 

পুবের কলম প্রতিবেদক:   মঙ্গলবার ইস্টবেঙ্গলে সই করলেন  ২০২৩-২৪ আই লিগ মরশুমের সেরা ফুটবলার ডেভিড লালনসাঙ্গা। দুটো মরশুমেরও বেশি সময় ধরে ডেভিড ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাণ ভোমরা। পরপর দুবার সাদা-কালো ব্রিগেডের কলকাতা লিগ জয় ও এবার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে মহামেডানের আইএসএলে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল উত্তর পূর্বের ডেভিডের।

ডুরান্ড কাপেও মহামেডানের হয়ে অনবদ্য ফুটবল খেলেছিলেন ডেভিড। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। বেশ কিছুদিন ধরেই ইস্টবেঙ্গল তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল। এবং ডেভিডকে একটা বড় অঙ্কের প্রস্তাব দিয়ে রেখেছিল লাল হলুদ শিবির। সেই প্রস্তাবে রাজিও হয়েছেন ডেভিড। মহামেডান সমর্থকরা প্রত্যাশা করেছিলেন আই এস এল এর মত প্রতিযোগিতার আসরে ডেভিড এর মত প্লেয়ারকে কর্মকর্তারা হয়তো ধরে রাখতে পারবেন। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মঙ্গলবার সরকারিভাবে ইস্টবেঙ্গলে চুক্তিবদ্ধ হয়ে গেলেন উত্তর পূর্বের ডেভিড। তাকে দলে পেয়ে বেজায় খুশি ইস্টবেঙ্গল কোচ কারলোস কুয়াদ্রত।

লাল হলুদ কোচ বলেন, ' কলকাতা লিগ ও ডুরান্ড কাপে ওর খেলা আমাদের খুব নজর কেড়েছে। তখন থেকেই আমরা ভেবে নিয়েছিলাম ওকে আমরা দলে নেবই। ' আর ইস্টবেঙ্গল এ চুক্তিবদ্ধ হয়ে মহামেডানের প্রাক্তন ডেভিড বললেন, 'ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবে প্রচুর সমর্থক । এই দলেরই অনেক প্লেয়ারের সঙ্গে আমি ভারতীয় শিবিরে সময় কাটিয়েছি। কাজেই সুযোগ পেলে ইস্টবেঙ্গলের হয়ে আমি নিজের সেরাটা দেবার জন্য তৈরি। '