Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

চিকিৎসকদের নিরাপত্তায় জাতীয় টাস্ক ফোর্স গঠন সহ একাধিক নির্দেশ সুপ্রিম কোর্টের


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০৮ এএম

চিকিৎসকদের নিরাপত্তায় জাতীয় টাস্ক ফোর্স গঠন সহ একাধিক নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২০ অগাস্টঃ আরজি কর কাণ্ডের জের, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই টাস্ক ফোর্স তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে শীর্ষ আদালতে। জাতীয় টাস্ক ফোর্সের সদস্য হিসেবে থাকবেন কেন্দ্রীয় সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্যমন্ত্রকের সচিব, ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) চেয়ারম্যান, ন্যাশনার বোর্ড অফ এক্সামিনারসের প্রেসিডেন্ট। মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি জানিয়েছেন, সুরক্ষার দিকে নজর দেবে টাস্ক ফোর্স। চিকিৎসকদের নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেই নজর দেওয়ার কথাও বলেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

প্রসঙ্গত, গত দুদিন আগে আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করে সুপ্রিমকোর্ট। রবিবার দেশের শীর্ষ আদালতের তরফে জানানো হয়, কলকাতার ট্রেনি চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার এই মামলার শুনানি হবে আগামী মঙ্গলবার, ২০ অগাস্ট। সেমত মঙ্গলবার  দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হয় আরজি কর মামলার। প্রথম দিনের শুনানিতেই তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল চিকিৎসকদের নিরাপত্তায় একটি ন্যাশনাল টাস্ক ফোর্সগঠনের কথা।

সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, এমার্জেন্সি রুমে অতিরিক্ত নিরাপত্তা বাড়াতে। এছাড়া জরুরি পরিস্থিতিতে নার্স, চিকিৎসকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা, রোগী ছাড়া অন্য কারও প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ, চিকিৎসক, নার্সদের জন্য বিশেষ রেস্ট রুম থাকবে, সর্বত্র থাকবে যথেষ্ট আলো, থাকবে সিসিটিভি। পাশাপাশি অস্ত্র নিয়ে যাতে কেউ প্রবেশ করতে না পারে, তার জন্য পরীক্ষার ব্যবস্থা করতে বলেছে শীর্ষ আদালত।