Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০৮ এএম

দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

 

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমের জেলাগুলিতে ক্রমশ বাড়বে বৃষ্টি। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে। ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। তবে কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

নিম্নচাপ এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। এদিন বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের কারণেই এই বৃষ্টিপাত।

                               

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৫ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২.৪ মিলিমিটার। পরবর্তী ২৪ ঘণ্টায় তা আরও শক্তিশালী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। তিন দিনের মধ্যে এটি ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহার ,উত্তর প্রদেশ, মধ্য প্রদেশের দিকে অবস্থান করবে। ফলে দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। অতি ভারী বৃষ্টি হতে পারে বিহার, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশের কিছু অংশে।