Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

কয়েক ঘণ্টার মধ্যেই বিস্ফোরণ হবে, ফের দিল্লির একাধিক শপিং মলে বোমা হামলার হুমকি


Kibria Ansary   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৪ পিএম

কয়েক ঘণ্টার মধ্যেই বিস্ফোরণ হবে, ফের দিল্লির একাধিক শপিং মলে বোমা হামলার হুমকি

নয়াদিল্লি, ২০ অগাস্টঃ বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে, মঙ্গলবার এমনই বোমা হামলার হুমকি ইমেল পেল দিল্লির একাধিক শপিং মল। দিল্লি পুলিশ জানিয়েছে, চাণক্য মল, সিলেক্ট সিটিওয়াক, অ্যাম্বিয়েন্স মল, ডিএলএফ, সিনে পোলিস, প্যাসিফিক মল, প্রাইমাস হাসপাতাল এবং ইউনিটি গ্রুপের কাছে এই হুমকি মেল পাঠানো হয়েছে। হুমকি মেল পাওয়ার পরই দিল্লি পুলিশকে খবর দিয়েছে শপিং মলগুলি। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে বোম ডিসপোজাল স্কোয়াড ও দমকল বাহিনী। এখনও পর্যন্ত কোনও বোমার হদিশ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, হুমকি ইমেল পাঠানোর ক্ষেত্রে একই প্যাটার্ন অনুসরণ করা হয়েছে। যেখানে হামলার সময় ও তারিখ (ডেটলাইন) উল্লেখ করা হয়নি। অনেক শপিং মল ও অন্যান্য জায়গায় এই মেল পাঠানো হয়েছে। আপাতত তদন্ত চলছে। তাঁর কথায়, 'জোর কদমে তদন্ত চলছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।'

উল্লেখ্য, গত ১৭ অগাস্ট গুরুগ্রামের অ্যাম্বিয়েন্স মলে বোমা হামলার হুমকি মেল পাঠানো হয়। তদন্তে নামে পুলিশ। গুরুগ্রাম পুলিশ সূত্রে খবর, অ্যাম্বিয়েন্স মল কর্তৃপক্ষ একটি হুমকি ইমেল পায়। ইমেলে বলা হয়, মলে একটি বোমা রাখা হয়েছে। খবর পেয়ে বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড, সোয়াট টিম-সহ সব দল ঘটনাস্থলে যায়। যদিও বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কোনও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

 এসিপি বিকাশ কৌশিক বলেছিলেন, "আমরা শপিং মল স্যানিটাইজ করতে শুরু করি। এখন পর্যন্ত আমরা শপিং মলে সন্দেহজনক কিছু পাইনি। আমাদের সাইবার টিম ইমেইল প্রেরককে ট্র্যাক করছে। সকাল ১০টায় আমরা এ তথ্য পাই।" সোশ্যাল মিডিয়ায় বা ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি নিয়ে কেউ বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য দিলে আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে গুরুগ্রাম পুলিশ।