Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

বর্ধমানে সাংবাদিক সংগঠন গুলির উদ্যোগে রাখি-বন্ধন


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৬ এএম

বর্ধমানে সাংবাদিক সংগঠন গুলির উদ্যোগে রাখি-বন্ধন

এস জে আব্বাস, পূর্ব বর্ধমান:  বেঙ্গল প্রেস ক্লাব,পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া ও বর্ধমান ডিস্ট্রিক্ট জার্নালিস্ট এসোসিয়েশন সহ  বিভিন্ন সংগঠনের উদ্যোগে রাখী বন্ধন উৎসব পালিত হয় শহর বর্ধমানে । যে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে সৌভ্রাতৃত্বের বন্ধনে সকলকে বাঁধতে রাখী বন্ধন উৎসব পালন করেছিলেন , সেই কার্জনের নামে পরিচিত "কার্জন গেট" এর সামনে বেঙ্গল প্রেস ক্লাবের অনুষ্ঠান এদিন অন্য মাত্রা পায়।

বেঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিজয়প্রকাশ দাস এবং সম্পাদক সৌগত সাঁই ছাড়াও এদিনের অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা বি সি রোড প্রায় ৫৫০ জন পথচারীদের হাতে রাখী পরিয়ে মিষ্টিমুখ করান। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট জনেরা। বেঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিজয়প্রকাশ দাস এবং সম্পাদক সৌগত সাঁই জানান , সারা বছর নানা কর্মসূচি নিয়ে থাকে রাজ্যের অন্যতম এই সাংবাদিক সংগঠন। মানুষে মানুষে আরো বেঁধে বেঁধে থাকাই লক্ষ্য।  

অন্যদিকে, বর্ধমান ডিস্ট্রিক্ট জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে বীরহাটা ট্রাফিক সিগন্যাল এলাকায় রাখিবন্ধন উৎসব অনুষ্ঠিত হয়। সাংবাদিক সাহিত্যিক সহ পথচলতি বহু সাধারণ মানুষ অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। সেই সাথে ছিলেন সংগঠনের  সভাপতি মাধব ঘোষ, সাধারণ সম্পাদক হন দুরন্ত কুমার নাগ ও কৌশিক চক্রবর্তী,দিলীপ রাউত, কাশীনাথ গাঙ্গুলি, বাচিক শিল্পী শ্যামাপদ চৌধুরী সহ অন্যান্য সদস্য গণ।  

উল্লেখ্য, অভিনব ভাবনায় বর্ধমান কোর্ট  চত্বরে এক দিন আগেই অর্থাৎ রবিবার প্রায় ৩০০ জন পথ চলতি মানুষদের হাতে রাখি পরানো হয় বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এবং তাদের মিষ্টিমুখও করানো  হয়। আগেই এই অনুষ্ঠান পালনের কারণ হিসাবে উদ্যোক্তা সূত্রে জানা গেছে, রাখি বন্ধন উৎসবের দিন  সাংবাদিকরা নানান অনুষ্ঠান কর্মসূচিতে ব্যস্ত থাকেন, তাই একদিন আগে এ রাখি বন্ধন উৎসব পালন করা হয়।  অতিথি হিসেবে বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস, আইনজীবী কোমল দত্ত, সংগঠনের সভাপতি আমজাদ আলী শেখ ও সম্পাদক পিন্টু প্যাটেল সংগঠনের অন্যান্য সদস্যগণ।

সাংবাদিক সংগঠনের সম্প্রীতির বন্ধনের উৎসব পালন আগামীদিনে সাংবাদিকদের তথ্য ও সত্যনিষ্ঠ-নিরপেক্ষ খবর পরিবেশনে আরও দায়িত্বশীল করে তুলবে বলেই সমাজের মানুষের আশা। বিভিন্ন মহল থেকে তাঁদের  এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে।