Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

তরুণী চিকিৎসকের নাম-ছবি প্রকাশ্যে, 'কীভাবে এল?' প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:১৮ এএম

তরুণী চিকিৎসকের নাম-ছবি প্রকাশ্যে, 'কীভাবে এল?' প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি

পুবের কলম, ওয়েবডেস্কঃ আরজি করে তরুণী চিকিৎসকের নাম ও ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এবার সরব সুপ্রিম কোর্ট। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর বিভিন্ন মাধ্যমে নির্যাতিতার নাম ছড়িয়ে পড়ায় কার্যত উদ্বেগ প্রকাশ  করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এছাড়া আরজি করে যে ঘটনা ঘটেছে, তা ভয়ঙ্কর (টেরিফিক) বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই  চন্দ্রচূড়। এদিন প্রধান বিচারপতি বলেন, “নির্যাতিতার নাম ও ছবি ছড়িয়ে পড়েছে। এমনকী ময়নাতদন্তের আগের ও পরের ভিডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়েছে, যেখানে দেহ দেখা যাচ্ছে। একটা প্যারামিটার আছে, সুপ্রিম কোর্টের গাইডলাইনও আছে। তারপর কীভাবে এটা হল?” রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবল বলেন, ‘পুলিশ যাওয়ার আগেই ছবি তোলা হয়েছে। আমরা পুরো জায়গাটা ঘিরে রেখেছিলাম।