Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

আরজি কর মেডিক্যাল কলজের নিরাপত্তায় মোতায়েন হবে সিআইএসএফ: শীর্ষ আদালত


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৯ এএম

আরজি কর মেডিক্যাল কলজের নিরাপত্তায় মোতায়েন হবে সিআইএসএফ: শীর্ষ আদালত

পুবের কলম,ওয়েবডেস্ক: আর জি কর তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডে নিরাপত্তার অভাবে একাধিক নার্স, ও চিকিৎসক হোস্টেল ছেড়ে অন্যত্রে স্থানান্তরিত হচ্ছে।মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে এ কথা উল্লেখ করা হয়। এরপরই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, হাসপাতালে ও হস্টেলে নিরাপত্তা নিশ্চিত করতে সিআইএসএফ মোতায়েন করা হবে।  

আর জি কর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি এক নজরে---

 

১) চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তায় টাস্ক ফোর্স মোতায়েন। 

 

২) শান্তিপূর্ণ মিছিলে রাষ্ট্রক্ষমতা প্রয়োগ করা যাবে না মন্তব্য সুপ্রিম কোর্টের 

 

৩) সকালে দেহ উদ্ধার হওয়ার পরও প্রিন্সিপাল কেন বিষয়টাকে সুইসাইড বলার চেষ্টা করলেন? জিজ্ঞাসা প্রধান বিচারপতির 

 

৪)