Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

সেনা মোতায়েন নিয়ে বেলারুশ-ইউক্রেন সীমান্তে যুদ্ধের শঙ্কা !


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৩ এএম

সেনা মোতায়েন নিয়ে  বেলারুশ-ইউক্রেন  সীমান্তে যুদ্ধের শঙ্কা !

মিনস্ক, ১৯ আগস্ট: প্রথমবারের মতো রাশিয়ায় প্রবেশ করে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী ইতিমধ্যেই রুশ ভূখণ্ডের অনেকটা ভেতরে চলে গেছে তারা আর এসব ঘটনার মধ্যেই বেলারুশ সীমান্তে লক্ষাধিক সেনা জড়ো করেছে ইউক্রেন ইউক্রেনের এই পদক্ষেপের পালটা প্রতিক্রিয়ায় সীমান্ত অঞ্চলে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে বেলারুশও আর এতেই বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা বেলারুশ সীমান্তে ইউক্রেন লক্ষ ২০ হাজারেরও বেশি সৈন্য মোতায়েন করেছে বলে দাবি করেছেন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো লুকাশেঙ্কো বলেছেন, জবাবে বেলারুশও ইউক্রেন সীমান্তজুড়ে প্রায় এক-তৃতীয়াংশ সেনা মোতায়েন করেছে ২০২২ সালের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজএর তথ্যানুযায়ী, বেলারুশের পেশাদার সেনা সংখ্যা প্রায় ৪৮ হাজার এবং প্রায় ১২ হাজার সীমান্তরক্ষী সেনা রয়েছে এক সাক্ষাৎকারে লুকাশেঙ্কো বলেছেন, ‘তাদের আক্রমনাত্মক নীতি দেখে, আমরা সেখানে গিয়েছি এবং কিছু পয়েন্টে সেনাদের মোতায়েন করে রেখেছি যদি যুদ্ধ হয়, সেক্ষেত্রে পুরো সীমান্তে আমাদের সামরিক বাহিনী প্রতিরক্ষার কাজ করবে সূত্রের খবর, লুকাশেঙ্কো কিয়েভের কর্মকর্তাদের হুমকি দিয়ে বলেছেন, ইউক্রেন যদি বেলারুশিয়ান ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে, তাহলে আক্রমণ চালানো হবে