Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ইসরাইল সফরে ব্লিঙ্কেন


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৮ এএম

ইসরাইল সফরে ব্লিঙ্কেন

তেল আবিব, ১৯ আগস্ট: ইসরাইলে ইরান হামলা চালানোর আগেই গাজায় যুদ্ধ বন্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কারণ, কাতারে দু’দিন ধরে যুদ্ধবিরতির বৈঠক করেও কোনও ফল মেলেনিএদিকে বহির্বিশ্ব থেকেও তীব্র কূটনৈতিক চাপ রয়েছে যুক্তরাষ্ট্রের ওপর। এই পরিস্থিতিতে বাইডেনের নির্দেশে ইসরাইল সফরে গিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাত শুরুর পর ব্লিঙ্কেনের এটি নবম মধ্যপ্রাচ্য সফরইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে বৈঠক করেছেন ব্লিঙ্কেনমার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির চুক্তিতে নতুন করে আশার সঞ্চার হচ্ছেইসরাইলি প্রেসিডেন্ট হারজগের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন বলেন, ‘এটি একটি অতন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তজিম্মিদের মুক্তি, যুদ্ধবিরতি, স্থায়ী শান্তি এবং সকলের নিরাপত্তার জন্য একটি চুক্তি করার সম্ভবত এটিই সেরা ও শেষ সুযোগআমাদের এমনভাবে কাজ করা উচিত যেনযুদ্ধবিরতি ঘোষণা করা যায় এবং সবাইকে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার পথে আনা যায়।’ আরও বলেন, ‘এটি সম্পন্ন করার সময় এসেছেএকইসঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে যেন কোনও পক্ষ এই প্রক্রিয়াকে নষ্ট না করতে পারে।’ এদিকে, ইসরাইলি প্রেসিডেন্ট হারজগ বলেন, ইসরাইলিরা চান যত দ্রুত সম্ভব গাজায় আটক বন্দিদের ফিরিয়ে আনা হোক