Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

প্রয়াত ভারতের প্রাক্তন সেনাপ্রধান এস সুন্দররাজন পদ্মনাভন


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৫ পিএম

প্রয়াত ভারতের প্রাক্তন সেনাপ্রধান এস সুন্দররাজন পদ্মনাভন

 

নয়াদিল্লি, ১৯ আগস্ট: প্রয়াত ভারতের প্রাক্তন সেনাপ্রধান এস সুন্দররাজন পদ্মনাভন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সোমবার চেন্নাইয়ের তামিলনাড়ুতে নিজ বাসভবনে জীবনাবসান হয় তাঁর। 
ভারতীয় সেনায় ২০০০ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি  ২০ তম সেনাপ্রধান হিসেবে নিযুক্ত ছিলেন। ১৯৪০ সালের ৫ ডিসেম্বর কেরলের ত্রিবান্দ্রমে জন্ম হয় তাঁর। তিনি দেহরাদুনের রাষ্ট্রীয় ভারতীয় সেনা কলেজ (আরআইএমসি),পুনের খাদকওয়াসলায় ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে (এনডিএ) পড়াশোনা করেন। 

ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে স্নাতক হওয়ার পর তিনি আর্টিলারির রেজিমেন্টে কমিশন লাভ করেন  ১৯৫৯ সালের ১৩ ডিসেম্বর। সেনাবাহিনীতে তিনি প্যাডি নামে পরিচিত ছিলেন।