Sun, June 30, 2024

ই-পেপার দেখুন
logo

রায়বেরেলিতে থাকছেন রাহুল, ওয়েনাড উপহার দিলেন 'বোন' প্রিয়াঙ্কাকে


Kibria Ansary   প্রকাশিত:  ২৮ জুন, ২০২৪, ০১:১২ পিএম

রায়বেরেলিতে থাকছেন রাহুল, ওয়েনাড উপহার দিলেন 'বোন' প্রিয়াঙ্কাকে

নয়াদিল্লি, ১৮ জুন: চব্বিশের লোকসভা নির্বাচনে কেরালার ওয়েনাড এবং উত্তরপ্রদেশের রায়বেরেলিতে লড়ে দুটি আসনেই বড় জয় পান কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এর মধ্যে ওয়েনাড ছেড়ে মা সোনিয়া গান্ধির ছেড়ে দেওয়া আসন রায়বেরেলি ধরে রাখছেন রাহুল। আর ওয়েনাডে দাঁড়াচ্ছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে আয়োজিত ওই বৈঠকে সোনিয়া গান্ধি, প্রিয়াঙ্কা, এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই ওয়েনাডে প্রিয়াঙ্কা ভোটে লড়বেন বলে জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। রাহুল বলেন, "আমার কাছে এই সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল। কারণ ওয়েনাডের মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন। রায়বেরেলি এবং ওয়েনাডের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আমি ওয়েনাড ছাড়ছি। প্রিয়াঙ্কা লড়বেন ওয়েনাড থেকে।"

প্রসঙ্গত, রায়বেরেলিতে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন রাহুল। এই আসনে ২০১৯ সাল পর্যন্ত সাংসদ ছিলেন সোনিয়া। তারও আগে রায়বেরেলি থেকে কংগ্রেসের সাংসদ ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। তবে কংগ্রেসের এই পুরনো ঘাঁটিতে রাহুল এ বছর পেয়েছেন মা সোনিয়ার থেকেও বেশি ভোট। বিজেপির প্রার্থীকে রাহুল হারিয়েছেন প্রায় চার লাখ ভোটে। ২০১৯ সালের লোকসভা ভোটে উত্তর প্রদেশের আমেথি থেকে হেরে গেলেও কেরালার ওয়েনাড জিতিয়েছিল রাহুলকে। এবার রায়বেরেলিতে জেতার পরে সেই ওয়েনাড ছেড়ে দিলেন রাহুল।