Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

দুই দিন ব্যাপী বিশাল ফুটবল প্রতিযোগিতা সাগরদিঘীতে


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫১ পিএম

দুই দিন ব্যাপী বিশাল ফুটবল প্রতিযোগিতা সাগরদিঘীতে

রহমতুল্লাহ, সাগরদিঘী:  ২৫ বর্ষ পূর্ণ রজত জয়ন্তী উপলক্ষে ঈশ্বর বাটি বিলোন লিপি ক্লাবের উদ্যোগে দুই দিন ব্যাপী বিশাল ফুটবল প্রতিযোগিতার আয়োজন হয় সাগরদিঘী ব্লকের ঈশ্বর বাটি মাঠে, এদিনের খেলার মাঠে খেলা দেখতে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ খেলার মাঠে এসে ভিড় জমান , কানায় কানায় পরিপূর্ণ হয় দর্শকদের ভিড়, জমে ওঠে ফুটবল খেলা, খেলায় দর্শকদের উচ্ছাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

শনিবার ও রবিবার  দুই দিন ব্যাপী খেল হয়, সেমিফাইনালে আসে ন্যাগমেট এফ জি কলকাতা এবং বুলেট একাদশ বহরমপুর।  ফাইনাল খেলায় বুলেট একাদশ বহরমপুর দল ন্যাগমেট এফ জি কলকাতা দলকে হারিয়ে বিজয়ী হন বহরমপুর দল। প্রথম পুরস্কার হিসাবে ট্রফি সহ এক লক্ষ টাকা  তুলে দেওয়া হয় বুলেট একাদশ বহরমপুর দলকে। এবং দ্বিতীয় পুরস্কার ট্রফি সহ  ৮০ হাজার টাকা তুলে দেওয়া হয় ন্যাগমেট এফ জি কলকাতা দলকে। 

 এদিনের ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত অধিকারীক বিজন রায় তিনি বহরমপুর দল, কলকাতা দল এবং ঈশ্বর বাটী বিলোন লিপি ক্লাবের হাতে ৩টি ফুটবল তুলে দেন পুরস্কার হিসেবে এমনকি খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন।

অন্যদিকে ফুটবল প্রতিযোগিতায় সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস বিশেষ ভাবে সহযোগিতা করেন, এমনকি দুই দলের মধ্যে গোল প্রতি ১হাজার টাকা করে পুরুস্কার তুলে দেন সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাসের পক্ষ থেকে, এবং সাগরদিঘীর পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান বিজয়ী দলের হাতে ৫ হাজার টাকা পুরুস্কার তুলে দেন।