Thu, September 19, 2024

ই-পেপার দেখুন
logo

কমলা হ্যারিসকে ‘সমাজতান্ত্রিক পাগল’ বলে কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্প


Kibria Ansary   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:২৯ এএম

কমলা হ্যারিসকে ‘সমাজতান্ত্রিক পাগল’ বলে কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্প

পুবের কলম, ওয়েবডেস্ক: রিপাবলিকান-ডেমোক্র্যাট প্রার্থীদের বাগযুদ্ধে উত্তপ্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। সম্প্রতি এক নির্বাচনী সমাবেশে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ‘সমাজতান্ত্রিক পাগল’ বলে কটাক্ষ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের চেয়ে কামালাকে হারানো সহজ হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

শনিবার পেনসিলভেনিয়ার উইলকস্ বেরিতে নির্বাচনী সমাবেশে যান রিপাবলিকান নেতা। সেখানেই সময় কমলাকে ব্যক্তিগত আক্রমণ করেন তিনি। ট্রাম্প বলেন, "বাইডেনের চেয়ে কামালাকে নির্বাচনে হারানো সহজ হবে। কারণ তিনি একজন  সমাজতান্ত্রিক পাগল। তার হাসিও পাগলের মতো। তিনি (কমলা) আমাদের দেশকে ধ্বংস করে দেবেন। অর্থনীতিকে ভেঙে ফেলবেন, যতটা না এখন রয়েছে।"

এছাড়া কামালাকে কটাক্ষ করতে নিজেকে বেশি সুন্দর বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। একইদিন নেব্রাক্সা অঙ্গরাজ্যের ওমাহায় প্রচারণায় যান মিনেসোটার বর্তমান গভর্নর এবং ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী টিম ওয়ালজ। এদিন কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষ করেন তিনি। ওয়ালজ বলেন, ‘ট্রাম্প ক্ষমতায় আসলে মধ্যবিত্তদের শাস্তি দিয়ে শিল্পপতিদের কর ফাঁকির ব্যবস্থা করে দেবেন। খর্ব করবেন স্বাধীনতা। তিনি যদি পুনরায় হোয়াইট হাউসে আসেন তাহলে যুক্তরাষ্ট্রের জন্য মোটেও তা ভালো হবে না।’