Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

লেবাননে বোমা হামলা চালাল ইসরাইল, নিহত ১০


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২১ পিএম

লেবাননে বোমা হামলা চালাল ইসরাইল, নিহত ১০

পুবের কলম, ওয়েবডেস্ক: লেবাননে ইসরাইলি হামলায় ১০ জন নিহত। দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরাইল। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় এখন পর্যন্ত দুই জন শিশুসহ ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়াও আহত হয়েছে অন্তত ৫ জন।
 
হামলায় যারা নিহত হয়েছেন, তারা সিরিয়ার বেসামরিক নাগরিক। তবে এ হামলার বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে সংবাদ সংস্থা। এদিকে ইসরাইলের দাবি, তারা দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি অস্ত্র ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
 
উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলি দাহিয়েহতে বিমান হামলা চালায় ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (IDF)। এতে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ নিহত হন। ইসরাইলের দাবি, তিনি ইসরাইলের অধিকৃত গোলান মালভূমির রকেট হামলার জন্য দায়ী ছিলেন। এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়। যদিও হিজবুল্লাহ সেই হামলার দায় অস্বীকার করেছে।