Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

মুসল্লিদের খুনের হুমকি, ব্রিটেনে আটক যুবক


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪৯ এএম

মুসল্লিদের খুনের হুমকি, ব্রিটেনে আটক যুবক

লন্ডন, ১৮ আগস্ট: মসজিদে অগ্নিসংযোগ মুসল্লিদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ব্রিটেনে ব্লেক হেন্ড্রি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ অভিযোগ প্রমাণিত হলে হেন্ড্রির আড়াই বছরের জেল হতে পারে সোমবার টেলিফোনে ওই হুমকি দেন হেন্ড্রি তিনি বলেন, ‘ভবনের ভেতরে থাকা সবাইকে হত্যা করে ফেলবহুমকি দেওয়ার তিন দিন পর পুলিশের জালে ধরা পড়ে সে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ‘ হুমকির পর থেকে মুসলিম অভিভাসীরা নিরাপত্তা শঙ্কায় ভুগছে তবে চিন্তার কারণ নেই আমরা হেন্ড্রির কল রেকর্ডগুলো ২৪ ঘণ্টা ধরে দেখছি আশা করি, অভিবাসী মুসলিম সম্প্রদায় ন্যায়বিচার পাবে তারা শঙ্কা মুক্ত হবেমেট্রোপলিটন পুলিশ কমান্ডার লুইস পুডফুট এক বিবৃতিতে বলেন, ‘আমরা বুঝতে পারছি যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশে যে সহিংস ঘটনা অপরাধ দেখা গেছে, তাতে মুসলিমরা নিজেদের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন আমাদের টিম এই সময়ের মধ্যে সংঘটিত সকল অপরাধ তদন্ত করছে আমরা মুসলিমদের আস্থা ফিরিয়ে আনার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছিপ্রসঙ্গত, ২৯ জুলাই ব্রিটেনে আয়োজিত এক নৃত্যকর্মশালায় ছুরিকাঘাতে তিন শিশুর মৃত্যু হয় সেই ঘটনার পরই গুজব রটে যে, আক্রমণকারী একজন শরণার্থী মুসলিম তিনি নৌকায় করে ব্রিটেনে এসেছিলেন এই ভুয়ো তথ্যকে কেন্দ্র করে সাউথপোর্ট এলাকার শোকের আবহাওয়া পরিণত হয় ক্ষোভে, যার আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে দেশের একাধিক শহরে