Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের, স্বতঃপ্রণোদিত মামলা করল শীর্ষ আদালত


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:২২ এএম

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের, স্বতঃপ্রণোদিত মামলা করল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ১৮ অগাস্ট: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করল সুপ্রিমকোর্ট। রবিবার দেশের শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, কলকাতার ট্রেনি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার এই মামলার শুনানি হবে আগানী মঙ্গলবার, ২০ অগাস্ট। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হবে আরজি কর মামলার।

 আরজি কর কাণ্ডের মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। গত সপ্তাহের একটি শুনানিতে ঘটনার তদন্তের প্রক্রিয়া সিবিআই-এর হাতে স্থানান্তরের নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টে করা জনস্বার্থ মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী জানান, সুপ্রিম কোর্ট নিজে ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে। ফলে আপাতত সেখানে সিবিআই তদন্তসহ পুরো বিষয়টি নিয়ে শুনানি হবে।

প্রসঙ্গত, গত ৮ অগাস্ট রাতে কলকাতার আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় দেশজুড়ে নারীদের নিরাপত্তা ও পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের ব্যথর্তার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে। সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। নাগরিক সমাজ থেকে পেশাজীবী সংগঠন, চিকিৎসক ও রাজনৈতিক দলের পক্ষ থেকেও তুমুল প্রতিবাদ আছড়ে পড়ছে কলকাতায়। এই প্রতিবাদের অংশ হিসেবে অনেক হাসপাতালের চিকিৎসকের একাংশ কর্মবিরতিও ঘোষণা করেছেন।