Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

হাসপাতালে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে বোম স্কোয়াড


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫২ পিএম

হাসপাতালে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে বোম স্কোয়াড

জয়পুর, ১৮ অগাস্ট: রাজস্থানের জয়পুরে বেশ কয়েকটি হাসপাতালে বোমা হামলার হুমকি। রবিবার ই-মেইলে এই হুমকি দেওয়া হয়েছে। যেসব হাসপাতাল হামলার হুমকি দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সিকে বিড়লা হাসপাতাল এবং মনিলেক হাসপাতাল। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা স্কোয়াডকে পাঠানো হয়েছে হাসপাতালে। জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ জানান, এখন পর্যন্ত চারটি হাসপাতাল বলেছে তারা এই ধরনের (বোমার হুমকি) ই-মেইল পেয়েছে। আরও হাসপাতাল সম্ভবত ই-মেইল চেক করার পর নিশ্চিত করবে বলে জানান তিনি। 

ই- মেইলে দাবি করা হয়েছে, বোমাগুলো হাসপাতালের বিছানার নীচে এবং বাথরুমে রাখা হয়েছে। শনিবার হরিয়ানার গুরুগ্রামের অ্যাম্বিয়েন্স মলে বোমা হামলার হুমকি পাওয়ার একদিন পর এই ঘটনা ঘটল। সেখানে তল্লাশি করে কোনো সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি। এছাড়া বোমা হামলার হুমকি পাওয়ার পর নাভি মুম্বাইয়ের ভাশি এলাকার একটি বিশিষ্ট মল খালি করা হয়েছিল যা পরে গুজব বলে প্রমাণিত হয়।

এদিকে পুলিশ জানিয়েছে যে মেইলগুলো একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) ব্যবহার করে পাঠানো হয়েছিল। এছাড়া ব্যবহারকারী ই-মেইল পাঠানোর জন্য একটি রাশিয়ান কোম্পানির মেইলিং সার্ভিস ব্যবহার করেছিলেন বলে জানায় পুলিশ।