Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

গাল ভরা হাসিতে ঘুষের টাকা ভাগাভাগি ! দিল্লিতে বরখাস্ত ৩ পুলিশ কর্মী


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৮ পিএম

গাল ভরা হাসিতে ঘুষের টাকা ভাগাভাগি ! দিল্লিতে বরখাস্ত ৩ পুলিশ  কর্মী
প্রতীকী ছবি

পুবের কলম,ওয়েবডেস্ক:  হাসতে হাসতে ঘুষের টাকা ভাগ করছে তিন পুলিশ। ভাইরাল ভিডিয়ো। ঘটনাটি ঘটেছে গাজিপুরে পুলিশ চেকপোস্টে। যার জেরে অস্বস্তিতে দিল্লি পুলিশ। খবরটি ভাইরাল হতেই সাসপেন্ড করা হয়েছে ৩ ট্র্যাফিক পুলিশ অফিসারকে। 

ভাইরাল ভিডিয়ো'তে দেখা যাচ্ছে, এক ট্র্যাফিক পুলিশকর্মী এক যুবকের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণ পর যুবককে পিছনের বেঞ্চের দিকে ইঙ্গিত করেন ওই পুলিশকর্মী। যুবক সেখানে টাকা রেখে চলে যান। কয়েক মুহূর্ত এদিক-ওদিক তাকিয়ে হাতে টাকা তুলে নেন তিনি। গুনে দেখেন কত টাকা রয়েছে। তারপর মানিব্যাগে রেখে দেন। 

তারপর অন্য এক ভিডিয়ো'তে দেখা যাচ্ছে, পাশাপাশি বসে রয়েছে তিন ট্র্যাফিক পুলিশ কর্মী। হেসে হেসে ভাগ করছে টাকা। খবরটি ছড়াছড়ি হতেই  তিন পুলিশকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়।

ঘটনা প্রেক্ষিতে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা জানান, প্রাথমিক তদন্তের পর ওই তিন পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে। তিনজনের মধ্যে ২ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, একজন হেড কনস্টেবল। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে তিনি জানান।