Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

তরুণী চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডের প্রতিবাদে পথে যৌন কর্মীরা


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৪০ এএম

তরুণী চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডের প্রতিবাদে পথে যৌন কর্মীরা

পুবের কলম,ওয়েব ডেস্ক: আরজি কর তরুণী চিকিৎসক কাণ্ডে ধৃত সঞ্জয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ হাতে পেয়েছে সিবিআই। অভিযোগ, নির্যাতিতা’কে ধর্ষণ করার আগে নিষিদ্ধ পল্লিতে গিয়েছিলেন তিনি! যদিও এই তথ্য যাচাই করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বলা বাহুল্য, সঞ্জয়ের আগে থেকেই নিষিদ্ধ পল্লি যাওয়ার রেকর্ড রয়েছে।

একদিকে সঞ্জয়ের যৌন পল্লি যাওয়ার রেকর্ড রয়েছ, অন্যদিকে খোদ নিষিদ্ধ পল্লির মেয়েরা আরজি কর কাণ্ডে রাস্তায় নেমেছে। তরুণী চিকিৎসক কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। রাজ্যজুড়ে দফায় দফায় হচ্ছে বিক্ষোভ মিছিল। যার রেশ ছড়িয়ে পড়েছে দেশ –বিদেশে। এই ঘটনা শুধু রাজ্যবাসীকে নয় আপামর বাঙালিকে নাড়িয়ে দিয়েছে। এবার আর-জি কর কাণ্ডে পথে নামলেন কুলটির যৌন কর্মীরা। ধর্ষণকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও যৌনকর্মীদের নিরাপত্তার দাবিতে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামলেন তাঁরা।

শুক্রবার রাতে কুলটির দিশা লচিপুর চবকা যৌনপল্লীর যৌনকর্মীরা হাতে প্ল্যাকার্ড দিয়ে মিছিল করেন। ‘ওই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত হয় সংশ্লিষ্ট চত্ত্বর। দুর্বার মহিলা সমিতির পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সেখানে ধর্ষণকাণ্ডের প্রতিবাদের পাশাপাশি যৌনকর্মীদের নিরপত্তার দাবি উঠেছে।

এদিন সংবাদ মাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে এক যৌনকর্মী জানান, তরুণী চিকিৎসক ধর্ষণ, খুন কাণ্ডের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোনার পর থেকে কষ্টে বুক ফেটে যাচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক এই চাই। যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা শাস্তি পাক।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট নাইট ডিউটি ছিল তরুণী চিকিৎসকের। পরদিন সকালে বিবস্ত্র অবস্থায় দেহ উদ্ধার হয় তাঁর। দেহে একাধিক আঘাতের চিহ্ন। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসকের।

 

সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন সঞ্জয় পুলিশ ওয়েলফেয়ার কমিটির এক বৈঠকে যোগ দিতে পশ্চিম মেদিনীপুরের সালুয়ায় গিয়েছিল। বৈঠক সেরেই কলকাতায় চলে আসে। সে খান থেকে সোজা কালীঘাটের যৌনপল্লিতে যায়। তারপর আর জি করে আসে।