Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

গ্যাস সিলিন্ডারে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা বাঁকড়ায়


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৮ এএম

গ্যাস সিলিন্ডারে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা বাঁকড়ায়

আইভি আদক, হাওড়া: গ্যাস সিলিন্ডারে আগুন। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি পরিবার। মঙ্গলবার সকালে হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙা সরদারপাড়া এলাকার বাসিন্দা সফিকুল আনসার সর্দারের বাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। জানা গেছে, পরিবারের এক সদস্যা রান্নাঘরে রান্না করতে গেলে আচমকাই আগুন লেগে যায়। আগুন মুহূর্তের মধ্যে দ্রুতগতিতে ছড়াতে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা সহ প্রতিবেশীরা। খবর দেওয়া হয় বাঁকড়া ফাঁড়িতে। পুলিশের পাশাপাশি ছুটে আসেন দমকল কর্মীরা। কোনওক্রমে গ্যাস সিলিন্ডারটি বার করে পাশের জলাশয়ে ফেলে দেওয়ার পর বিপদমুক্ত হয় পরিবারটি। পরিবারের সদস্যরা জানান যথাসময়ে পুলিশ এবং দমকলের কর্মীরা না এলে বড় ধরনের বিপদ ঘটতে পারত। তবে এই ঘটনায় ঘরের কিছু জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।