Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ,  ৫৮টি সড়ক


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৩ পিএম

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ,  ৫৮টি সড়ক

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ভেসে গিয়েছে সিমলার সড়ক পথ। তবে এখনও পর্যন্ত হতা-হতের কোনও খবর নেই। শুক্রবার গভীর রাতে সিমলা জেলার রামপুরে মেঘভাঙা বৃষ্টি হয়। তাকলোচ এলাকায় নেগুলসারির কাছে ৩০ মিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ৫ নম্বর জাতীয় সড়ক। ফলে সিমলার বাকি অঞ্চল থেকে কার্যত বিচ্ছিন্ন কিন্নর জেলা। আরও ৫৮টি সড়ক পথ বন্ধ হয়ে গেছে। সিমলার জেলাশাসক অনুপম কাশ্যপ জানান, প্রাথমিক অনুমান বাসিন্দারা অক্ষট আছেন। মহকুমা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

রাজ্যে আগামী ২২ অগস্ট পর্যন্ত চলতে পারে ভারী বৃষ্টি চলার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হিমাচলের ১২টি জেলার মধ্যে ১০টিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।  

শনিবার পর্যন্ত চাম্বা, কাংড়া, শিমলা এবং সিরমৌর জেলার কয়েকটি এলাকায় রয়েছে হড়পা বানের আশঙ্কাও। ভারী বৃষ্টির কারণে ব্যাহত রাজ্যের ৩১টি বিদ্যুৎ এবং চারটি জল সরবরাহ প্রকল্পের কাজও।

উল্লেখ্য, গত ৩১ জুলাই থেকেই মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশের সিমলা, মান্ডি ও কুলু জেলা। ধসের কবলে বহু ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ভেঙে পড়েছে। বহু মানুষ নিখোঁজ, মৃতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। সরকারি সূত্রে খবর, ২৭ জুন থেকে ১২ অগস্ট পর্যন্ত রাজ্যে শুধুমাত্র বৃষ্টির কারণে দুর্ঘটনাতেই প্রাণ গিয়েছে ১১০ জনের। ৩১ জুলাই রাতের হড়পা বানে কুলুর নির্মান্দ, মালানা, মান্ডির পাধার, শিমলার রামপুরে অন্তত আট জনের মৃত্যু হয়। এক হাজার কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে।