Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

মহিলাদের নিরাপত্তায় 'রাতের সাথী অ্যাপ' চালু হবে, জানালো নবান্ন


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৯ পিএম

মহিলাদের নিরাপত্তায় 'রাতের সাথী অ্যাপ' চালু হবে, জানালো নবান্ন

পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি করে কাণ্ডের পরে মহিলাদের নিরাপত্তায় জোর রাজ্য সরকারের। রাতের সাথী নামে অ্যাপ চালু করা হবে। হাসপাতালে নাইট শিফটে কর্মরতাদের জন্য বাড়তি নিরাপত্তা। হাসপাতালে নাইট শিফটে থাকা মহিলাদের সময়সীমা সময় কমাতে হবে। হাসপাতালে সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলার সিদ্ধান্ত। একা নয়, প্রয়োজনে টিম হিসেবে কাজ করবেন মহিলারা। মহিলাদের জন্য আলাদা রেস্ট রুম রাখার সিদ্ধান্ত। রাতের ডিউটিতে মহিলাদের জন্য মহিলা নিরাপত্তাকর্মী থাকবে। শনিবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।