Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ফিলিস্তিনের পতাকা উত্তোলনের জের, ভোপালে গ্রেফতার ১


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৬ পিএম

ফিলিস্তিনের পতাকা উত্তোলনের জের, ভোপালে গ্রেফতার ১
ছবি-সংগৃহীত

পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিনের পতকা উত্তোলনের জের। ভোপালে গ্রেফতার ১ ব্যক্তি। জানা গেছে, স্বাধীনতা  দিবসের প্রাক্কালে ‘স্বাধীন’ ফিলিস্তিনের দাবিতে সৌহার্দ্যের জন্য সে দেশের পতকা উত্তোলন করেছিলেন ওই ব্যক্তি। নাম হানিফ খান (৪০)।  শুধু তাই নয়, নিরীহ ফিলিস্তিনি শিশু, নারী, বৃদ্ধদের ওপর ইহুদি বাহিনীর নারকীয় অত্যাচারের ঘটনার প্রতিবাদ করেন তিনি।  যা ভালো চোখে দেখেননি স্থানীয় গেরুয়া শিবির। তৎক্ষণাৎ উক্ত ব্যক্তির নামে নিকটবর্তী স্থানে দায়ের করে মামলা। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পতাকা সরিয়ে ওই ব্যক্তি’কে আটক করে। পরে পুলিশি হেফাজতে গ্রেফতার হয়। ঘটনাটি ঘটেছে পুরাতন ভোপালের গৌতম নগর এলাকায় 

 

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, রাজ্যের মানুষরা যেন ফিলিস্তিনের পতাকা উত্তোলন না করে তার জন্য কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে নবীন শর্মা, দেবেন্দ্র ভার্গব সহ স্থানীয় বিজেপি এবং আরএসএস নেতারা। কারোর বাড়ি, দোকানে ফিলস্তিনের পতাকা দেখলে নিকটবর্তী স্থানে অভিযোগ দায়ের করতে বলেছে।

 

ঘটনাপ্রসঙ্গে গৌতম নগর থানা পুলিশ নরেন্দ্র সিং ঠাকুর জানিয়েছেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। গিয়ে দেখি, হানিফ খান (৪০) নামের এক ব্যক্তির দোকানের একপাশে ভারতীয় তেরঙ্গা, অন্যপাশে ফিলিস্তিনি পতাকা উত্তোলন ছিল। আর তাঁর পুরো দোকান  ভারতীয় পতাকার রঙে রাঙ্গানো ছিল। দোকানটি পিজিবিটি রোডে গীতাঞ্জলি গার্লস কলেজের কাছে অবস্থিত। এছাড়া তার দোকানটি জাফরান, সাদা এবং সবুজ রঙের বেলুন এবং ফুল দিয়ে সাজানো ছিল। জিজ্ঞাসাবাদের পর হানিফ’কে আটক করে, গ্রেফতার করা হয়।

 

পুলিশি জেরায় হানিফ খান জানিয়েছেন, নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর নেতানিয়াহু’র  রক্তপিপাসু ইহুদি সেনারা যে ভাবে অত্যাচার চালাচ্ছে, তার প্রতিবাদ স্বরূপ এই পতাকা উত্তোলন। ইসরাইলি সেনা থেকে মুক্তি পেয়ে স্বাধীন ফিলিস্তিনের দাবিতেই এই কাজ করেছেন তিনি। নিরীহ প্রাণ ঝরানোর প্রতিবাদেই তাঁর এই কাজ, দেশ’কে কোনওভাবেই অপমান করার উদ্দেশ্যে আমার নয়। আমার বিরুদ্ধে হওয়া এই অভিযোগ অন্যায্য। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।