Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৪৫ এএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন

পুবের কলম,ওয়েবডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের আরও চার উপদেষ্টা শপথ নিয়েছেন। সব মিলিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। ইতিমধ্যে নতুন উপদেষ্টাদের দায়িত্ব দেওয়া সহ পুরনোদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য নিশ্চিত করা  হয়েছে।

 

নতুন দায়িত্বে অন্তবর্র্তী সরকারের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়;

 

অধ্যাপক ড. আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়,

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; 

 

আদিলুর রহমান শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এছাড়া সৈয়দা রিজওয়ানা হাসান বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়;

 

নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়;

 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং

 

ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।