Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

শুক্রবারের পর ফের আজ সিবিআই দফতরে সন্দীপ ঘোষ, 'আমি তদন্তে সহযোগিতা করছি', জানালেন প্রাক্তন অধ্যক্ষ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৮ এএম

শুক্রবারের পর ফের আজ সিবিআই দফতরে সন্দীপ ঘোষ, 'আমি তদন্তে সহযোগিতা করছি', জানালেন প্রাক্তন অধ্যক্ষ

 

পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে প্রথম থেকেই একাধিক প্রশ্নের মুখে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার বিকেলেই তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরেই শনিবার ফের তাকে তলব করা হয়। সিজিও কমপ্লেক্সে পিছনের গেট দিয়ে আসেন তিনি। তবে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন, কেন তাকে আবার ডেকে পাঠানো হল? তার উত্তরে কি তদন্তকারি আধিকারিকরা সন্তুষ্ট নন। তিনি বলেন,  ‘‘আমি তদন্তে সহযোগিতা করছি। দয়া করে প্রচার করবেন না যে, আমাকে গ্রেফতার করা হয়েছে।’’ বেশ কিছু নথি নিয়ে তাঁকে সিজিওতে ঢুকতে দেখা গিয়েছে।

 

শুক্রবার বিকেল ৩টের পর সিবিআইয়ের গাড়িতে চেপে সিজিও কমপ্লেক্সে আসেন সন্দীপ ঘোষ। জানা গেছে, তাঁকে রাস্তা থেকে গাড়িতে তোলে সিবিআই। সন্দীপকে আগেই তলব করা হয়েছিল। শুক্রবারই আদালতে সন্দীপের আইনজীবী দাবি করেছিলেন, সিবিআই তলবে হাজিরা দিতে চান সন্দীপ। কিন্তু তিনি নিরাপত্তা নিয়ে চিন্তিত। এর পর সিবিআই গাড়িতে করে তাঁকে দফতরে নিয়ে যায়। গভীর রাতে বাড়ি ফেরেন তিনি, ফের আজ সকালে ডেকে পাঠানো হয়।