Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বিহারে সেতু বিপর্যয় অব্যাহত, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজের একাংশ


Kibria Ansary   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫২ পিএম

বিহারে সেতু বিপর্যয় অব্যাহত, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজের একাংশ

পাটনা, ১৭ অগাস্ট: ফের সেতু বিপর্যয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতুর একাংশ। বিহারে গঙ্গার উপর সেতু নির্মাণের কাজ চলছিল। শনিবার হঠাৎ সেতুর একাংশ ভেঙে পড়ে। খাগাড়িয়ার জেলা ম্যাজিস্ট্রেট অমিত কুমার পান্ডে জানিয়েছেন, সকাল ৮টা নাগাদ আগুওয়ানি-সুলতানগঞ্জ সেতুর একটি স্ল্যাব ভেঙে পড়ে। তিনি বলেন, 'একটা কথা বলতে চাই, নির্মাণাধীন সেতুর পুরো কাঠামোয় ত্রুটি ধরে পড়ে। তা ঠিকাদার দিয়ে ভেঙে ফেলার কথা। সেখানে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।'

প্রসঙ্গত, গত বছর সেতুর চার-পাঁচটি পিলার ভেঙে পড়ে পুরো অংশ নদীতে তলিয়ে যায়। গত কয়েক মাসে রাজ্যে বেশ কয়েকটি সেতু ভেঙে পড়েছে। স্বাভাবিক ভাবেই নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠেছে।